‘স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড’ চলমান রাখছে ব্র্যাক ইউনিভার্সিটি

করোনাভাইরাস সঙ্কটে শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তার জন্য স্প্রিং-২০২১ সেমিস্টারেও ‘স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড’ চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2021, 05:16 PM
Updated : 5 Jan 2021, 05:16 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাক ইউনিভার্সিটি জানায়, এখনও মহামারী উদ্ভূত সঙ্কট কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা। সেই কারণে স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড চলমান রাখার ঘোষণা দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং।

শিক্ষার্থীদের ব্র্যাক ইউনিভার্সিটির সকল প্রয়াসের কেন্দ্রবিন্দুতে রাখার অঙ্গীকারের কথা উল্লেখ করে ভিনসেন্ট চ্যাং বলেন, “শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে এই সঙ্কটকালে শিক্ষার্থীদের কল্যাণে সবসময় একধাপ এগিয়ে কিছু করার চেষ্টা করেছি আমরা।”

বেসরকারি এই বিশ্ববিদ্যালয় জানায়, স্প্রিং-২০২১ সেমিস্টারেও আগের দুটি সেমিস্টারের মতোই অর্থ সহায়তা পাবেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। নন-টিউশন ফি এর ক্ষেত্রে প্রত্যেক শিক্ষার্থী পূর্ণ ওয়েভারসহ ১০ শতাংশ টিউশন স্কলারশিপ পাবেন।  

এছাড়াও, সীমিত সংখ্যক শিক্ষার্থী প্রয়োজনের ভিত্তিতে ১০ শতাংশ এর উপর থেকে শুরু করে পূর্ণ টিউশন স্কলারশিপের সুবিধাও পেতে পারেন।

গত সামার ও ফল সেমিস্টারে শিক্ষার্থীদের ৪৩ কোটি টাকার অর্থ সহায়তা করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।