ইউএপির নতুন উপ উপাচার্য সুলতান মাহমুদ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বেসিক সায়েন্সেস অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের অধ্যাপক মো. সুলতান মাহমুদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) নিযুক্ত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2020, 01:58 PM
Updated : 19 Dec 2020, 05:30 PM

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য মো. সুলতান মাহমুদকে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউপিএ।

অধ্যাপক মাহমুদ বিদায়ী অধ্যাপক ড. এম আর কবিরের স্থলাভিষিক্ত হলেন।

অধ্যাপক সুলতান মাহমুদ এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ২০ বছরেরও বেশি সময় শিক্ষকতা করছেন।

তিনি ২০০০ সালে এই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগ দেন। এছাড়া তিনি বিগত কয়েক বছর ধরে বেসিক সায়েন্সস অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

অধ্যাপক সুলতান মাহমুদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমফিল এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ফর ফিজিক্যাল সায়েন্স (আইপিপিএস), সুইডেনের ইউপসালা বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।