সুপেয় পানি নিয়ে আইইউবিএটিতে সেমিনার 

রাজধানীতে ভূ-গর্ভস্থ পানির দূষণ নিয়ে অনলাইন সেমিনার হয়ে গেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 06:39 AM
Updated : 11 Nov 2020, 06:39 AM

সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়টির কলেজ অব এগ্রিকালচারাল সাইন্সেসের উদ্যোগে ‌‘হাইড্রোজিওক্যামিস্ট্রি অ্যান্ড হেভি মেটাল কন্টামিনেশন ইন গ্রাউন্ড ওয়াটার অব ঢাকা মেট্রোপলিটন সিটি, বাংলাদেশ: অ্যাসেসমেন্ট অব হিউম্যান হেলথ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।  

আইইউবিএটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কলেজ অব এগ্রিকালচারাল সাইন্সেসের সহযোগী অধ্যাপক সায়লা সারমিন।

তিনি  বলেন, ঢাকা শহরের মধ্য-পশ্চিমাঞ্চলের ১০০ এলাকার পানিতে সীসা এবং ৬.৪% এলাকায় আর্সেনিক পাওয়া গেছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদণ্ডের চেয়ে বেশি। ঢাকা শহরের পানির প্রয়োজনীয় পরিশোধন করা এখন সময়ের দাবি।

সেমিনারে সংযুক্ত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “আমরা যে শহরে বাস করি সেখানে প্রতিবর্গ কিলোমিটারে ৪৯,০০০ লোকের বসবাস। সবাইকে কিভাবে দূষণমুক্ত, পরিষ্কার ও স্বাস্থ্যকর পানি দেওয়া যায়, সেই চেষ্টাই আমরা করছি।

আইইউবিএটির উপাচার্য আব্দুর রব, কলেজ অব এগ্রিকালচারাল সাইন্সেসের ডিন শহীদুল্লাহ মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অতিরিক্ত সচিব মুনীরা সুলতানা, ঢাকা ওয়াসা সেন্ট্রাল ল্যাবরেটরির ডেপুটি চিপ মাক্রোবায়লজিস্ট আলমগীর হোসেন সেমিনারে বক্তব্য রাখেন।