ইউএপিতে আন্তর্জাতিক ওয়েবিনার সিরিজ

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ইংরেজি বিভাগের আয়োজনে চলছে আন্তর্জাতিক ওয়েবিনার সিরিজ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2020, 04:41 PM
Updated : 6 Oct 2020, 04:41 PM

২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ডুয়িং ইংলিশ স্টাডিজ পোস্টকলোনিয়ালি’ শীর্ষক এ ওয়েবিনার সিরিজটি ৩০ অক্টোবর পর্যন্ত চলবে।

এই সিরিজের মাধ্যমে ভারত ও বাংলাদেশের শিক্ষক-শিক্ষার্থীরা ইংরেজি অধ্যায়ন এবং উপনিবেশ পরবর্তী সময়ের নানা বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ওয়েবিনার সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলম, ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য এয়ার কমোডর ইশফাক ইলাহী চৌধুরী ও ইংরেজি বিভাগের চেয়ারপার্সন আরজুমান্দ আরা।

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইসমাত জেরিন এই ওয়েবিনার সিরিজের আহ্বায়ক।

সিরিজের প্রথম ওয়েবিনারের শিরোনাম ছিল ‘রিভিজিটিং মিথোলজিকাল প্লে’, যেখানে ভারতের কর্ণাটক সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকাশ বালিকাই বক্তব্য রাখেন।