টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ দিচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি

কলকাতার বেসরকারি বিশ্ববিদ্যালয় টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সাথে যৌথভাবে কাজ শুরু করেছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ (বিআইআইএইচএস)। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 03:18 PM
Updated : 24 Sept 2020, 03:18 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজের (বিআইআইএইচএস) মাধ্যমে শিক্ষক, গবেষক, করপোরেট চাকরিজীবীরা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ পাবেন। ভালো ফলাফল ও নিজ পেশায় অভিজ্ঞতার ভিত্তিতে পিএইচডিতে বৃত্তিরও সুযোগ থাকবে।

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও নর্দার্ন গ্রুপের প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ (বিআইআইএইচএস) উচ্চশিক্ষার প্রসারে ভারতীয় ওই বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করছে।  

বিআইআইএইচএস যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাইপ্রাস, তুরস্ক, ইতালি, জার্মানি, চেক রিপাবলিক, মালয়েশিয়া, ভারত ও নেপালের বিভিন্ন বিশ্ববিদ্যালের সঙ্গে যৌথভাবে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।