ঢাবি শিক্ষক মোর্শেদকে পুনর্বহালের দাবিতে ছাত্রদলের সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খানকে পুনর্বহালের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2020, 11:35 AM
Updated : 20 Sept 2020, 11:35 AM

মহামারীর কারণে বন্ধ ক্যাম্পাসে রোববার রাজু ভাস্কর্যের পাদদেশে এ প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এক নিবন্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে অধ্যাপক মোর্শেদ খানকে সম্প্রতি চাকরিচ্যুত করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে বিএনপি এবং দলটির সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সমাবেশে বলেন, “অধ্যাপক মোর্শেদ হাসান খানকে অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালেয়ের আদেশের পরিপন্থি সিদ্ধান্ত নিয়েছে ঢাবি সিন্ডিকেট।”

তিনি বলেন, “বর্তমান অবৈধ সরকারের কালো থাবা পড়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। ভিন্নমতের কারণে শিক্ষকদের দমন করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াহিদুজ্জামান স্যারও এই পরিণতির শিকার হয়েছেন।”

সমাবেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আজকে ডিজিটাল নিরাপত্তা আইনের দ্বারা স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়া হচ্ছে।”

অধ্যাপক মোর্শেদকে চাকরিতে পুনর্বহাল না করলে ছাত্রদল কঠোর কর্মসূচি দেবে বলে হুমকি দেন তিনি।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ- সভাপতি জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজ, মাজেদুল ইসলাম রুমন, কে এম মুসাব্বির সাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, তানজিল হাসান, তবিবুর রহমান সাগর, এ বি এম মাহমুদ আলম সরদার, নিজামউদ্দিন রিপন, মারুফ এলাহী রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহবায়ক আকতার হোসেন, নাছিরউদ্দীন নাছির, জহিরউদ্দীন আহমেদ, আশরাফুল ইসলাম খান অনিক, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর।