নর্দার্ন ইউনিভার্সিটিতে শোক দিবসের আলোচনা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বেসরকারি নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2020, 04:04 PM
Updated : 18 August 2020, 04:04 PM

সোমবার ওই ভার্চুয়াল আলোচনায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথি হিসাবে অংশ নিয়েছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টিপু মুনশি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার। তিনি আমাদের মাঝে হাজার বছর অমর হয়ে থাকবেন। তার দেখানো পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।”

তিনি তরুণ ছাত্রদের বঙ্গবন্ধুর আদর্শ লালন করার আহ্বান জানান।

আলোচনা শেষে ভার্চুয়াল দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

নর্দার্ন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ আব্দুল্লাহ, উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, উপ-উপাচার্য (মনোনীত) অধ্যাপক মো. হুমায়ুন কবির, রেজিস্ট্রার অধ্যাপক কাজী শাহাদাৎ কবীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।