নর্দান ইউনিভার্সিটিতে কৃষি অর্থনীতি বিষয়ক ওয়েবিনার

দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষিত তরুণদেরকে কৃষিখাতে আরও বেশি সংযুক্ত হওয়ার পরামর্শ এসেছে এক আলোচনা অনুষ্ঠান থেকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 July 2020, 07:22 PM
Updated : 26 July 2020, 07:22 PM

রোববার নর্দান ইউনিভার্সিটির আয়োজনে ‘কোভিড-১৯ চলাকালীন গ্রামীণ কৃষি অর্থনীতি বৃদ্ধির জন্য যুব উদ্যোক্তা’ শীর্ষক ওয়েবিনার অংশ নিয়ে এই আহ্বান জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

নর্দার্ন ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকালে ফেইসবুক লাইভের মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, করোনার দুর্যোগময় পরিস্থিতিতে সারা বিশ্বের সাথে বাংলাদেশ ও এদেশের কৃষকেরাও বিরূপ পরিস্থিতির মুখোমুখি। এটি মোকাবিলায় সরকার কৃষিখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভর্তুকিসহ নানা প্রণোদনা দিয়ে যাচ্ছে। খাদ্য সংকট মোকাবেলা করতে সরকার সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বোর্ড অব ট্রাস্ট্রের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন ও উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির সেমিনারে বক্তব্য রাখেন।