১০ হাজার শিক্ষার্থীকে ইন্টারনেট ডেটা দিল নর্দার্ন ইউনিভার্সিটি

১০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে ইন্টারনেট ডেটা এবং ৬৫ শতাংশ ছাড়ে ১ হাজার ৫০০টি ল্যাপটপ দিয়েছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 02:06 PM
Updated : 18 July 2020, 04:18 PM

শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মোবাইল ডাটা এবং ল্যাপটপ প্রদান প্রক্রিয়া সম্পন্নের কথা জানানো হয়।

গত ৯ জুলাই ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ প্রক্রিয়ার উদ্বোধন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ বিবেচনায় নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ সামার-২০২০ সেমিস্টারে ভর্তি ফিতে ৫০% ছাড়সহ অতিরিক্ত ২০% টিউশন ফি ছাড়ে অনলাইনে ভর্তি করছে। এ ছাড়াও মেধাভিত্তিক ১০%-১০০% বৃত্তি রয়েছে।

অধ্যয়নরত প্রায় ১০ হাজার শিক্ষার্থীও কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় সামার সেমিস্টারে ১৫% অতিরিক্ত বৃত্তি পাচ্ছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।