জগন্নাথে শুরু হচ্ছে অনলাইন ক্লাস

করোনাভাইরাসের মহামারী দীর্ঘায়িত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও অনলাইনে ক্লাস নেওয়া শুরু করতে যাচ্ছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2020, 02:19 PM
Updated : 2 July 2020, 02:19 PM

আগামী এক সপ্তাহের মধ্যে অনলাইনে ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক মীজানুর রহমানের সভাপতিত্বে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লাস হলেও কোনো পরীক্ষা অনলাইনে না নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অনলাইনে অ্যাসাইনমেন্ট নেওয়া যাবে।

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। মহামারী দীর্ঘায়িত হওয়ায় কবে নাগাদ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তাও অনিশ্চিত।