করোনাভাইরাস: শিক্ষাজীবন সচলের ভাবনায় সিআইইউ

করোনাভাইরাসের অভিঘাত সামলে অনলাইনের পাশাপাশি অন্য বিকল্প মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালুর পরিকল্পনা করেছে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2020, 05:08 PM
Updated : 1 July 2020, 05:08 PM

বুধবার বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের দিন বোর্ড অব ট্রাস্ট্রিজের সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভার্চুয়াল ওই সভার সভাপতি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তৌহিদ সামাদ বলেন, যে কোনো মহামারী কিংবা সংকটের শেষ আছে। করোনাভাইরাস অন্যান্য সেক্টরের মত শিক্ষাতেও প্রভাব বিস্তার করছে।

”শিক্ষা কার্যক্রমকে চালু রাখতে তাই অনলাইনের পাশাপাশি টেকসই ও বিকল্প পথ তৈরির এখনই সময়।”

সভায় সিআইইউর ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট, সংকট চলাকালীন গবেষণা ও শিক্ষা কার্যক্রম সচল রাখা, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, অনলাইন ক্লাস নিয়মিত চালু রাখাসহ নানান বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মাহমুদুল হক, এ কাইয়ুম খান, ইসমাইল দোভাষ, প্রকৌশলী আলী আহমেদ, দিলরুবা আহমেদ, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, নাদের খান, সাফিয়া গাজী রহমান, আমিনুর রেজা খান, লুৎফে এম আইয়ুব ও আমিনুজ্জমান ভূঁইয়া, সিআইইউর উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বোর্ড সচিব আনজুমান বানু লিমা সভায় যোগ দেন।