ইউএপিতে স্প্রিং সেমিস্টারের ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) স্প্রিং-২০২০ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2020, 04:32 PM
Updated : 28 June 2020, 04:32 PM

ইউএপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ জুন ভার্চুয়াল এই ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সি এম শফি সামি।

অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষা কার্যক্রম নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়ায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্বমানের অনলাইন শিক্ষা দিতে সব ধরনের চেষ্টা করবে।“  

ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই নতুন পরিস্থিতিতে তোমাদের খাপ খাওয়াতে হবে। আমার হয়ত অনেক বাধার সম্মুখীন হব। তবে আমরা এই পরিস্থিতি জয় করতে আশাবাদী।”

অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইশফাক ইলাহী চৌধুরী, রেজিস্ট্রার সারওয়ার রাজ্জাক চৌধুরী, প্রক্টর এবং বিভিন্ন বিভাগের প্রধানরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

ইউএপির স্প্রিং সেমিস্টারের অনলাইন ক্লাস গত ২৬ জুন থেকে থেকে শুরু হয়েছে।