করোনাভাইরাস: সিআইইউর শিক্ষা কার্যক্রম চলছে অনলাইনে

নভেল করোনাভাইরাসের  কারণে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ক্লাস ও পরীক্ষা চলছে অনলাইনে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 12:07 PM
Updated : 23 March 2020, 12:07 PM

সোমবার বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৮ মার্চ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিআইইউর সব ক্লাস-পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বন্ধের মধ্যে অনলাইনে একাডেমিক কার্যক্রম চলছে।

২০২০ সালের সামার সেমিস্টারের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। একইসঙ্গে নিয়মিত শিক্ষার্থীরা গুগল ক্লাস রুম, সিমস, ফেইসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন ধরণের অনলাইন প্রোগ্রামের মাধ্যমে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন।

সিআইইউর উপাচার্য মাহফুজুল হক চৌধুরী বলেন, “এই ধরণের কার্যক্রমে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা ভীষণ খুশি। করোনাভাইরাসকে ঠেকিয়ে গুণগত শিক্ষার পথকে আরও একধাপ এগিয়ে নিতে সিআইইউ বদ্ধপরিকর।”

সিআইইউর বিজনেস স্কুলের ডিন নাঈম আবদুল্লাহ বলেন, “ডিজিটাল অনলাইনের সব দুয়ার শিক্ষার্থীদের জন্য খোলা। তারা যখন খুশি শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন।”

স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন আসিফ ইকবাল বলেন, “ভালো লাগছে। শিক্ষার্থীরা প্রাণবন্তভাবে সাড়া দিচ্ছেন। আড্ডার ছলে পড়ার পাঠটাও ভীষণ জমে উঠেছে।”