ইউল্যাবে ‘মুজিব কর্ণার’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্য ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) `মুজিব কর্ণার’ স্থাপন করা হয়েছে। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2020, 03:04 PM
Updated : 12 March 2020, 03:04 PM

বুধবার রাজধানীর ধানমন্ডির ইউল্যাব গ্রন্থাগারে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হককে সঙ্গে নিয়ে এই কর্ণারের উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানে হয়। 

ইউল্যাবের উপউপাচার্য অধ্যাপক সামসাদ মুর্তজা, কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, ডিপার্টমেন্ট অব ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, স্কুল অব বিজনেসের অধ্যাপক আব্দুল মান্নান, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।