ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কাউন্সেলিং ইউনিটের প্রশিক্ষণ কর্মসূচি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘সেলফ অ্যাওয়ারনেস অ্যান্ড সাইকোসোশ্যাল সাপোর্ট স্কিল’ বিষয়ক ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2020, 04:18 PM
Updated : 1 March 2020, 04:18 PM

বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং ইউনিট এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নিজেকে ও অন্যকে জানা এবং পারস্পরিক সহযোগিতার দক্ষতা অর্জন করে সহমর্মিতা ও সৌহার্দ্য গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের উদ্দেশ্য।

গত ১৮ জানুয়ারি এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির কাউন্সেলিং ইউনিটের উপদেষ্টা  ও মনোরোগ বিশেষজ্ঞ মেহতাব খানম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তাহের প্রতি শনিবার অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় অন্তঃব্যক্তিক যোগাযোগের মাধ্যমে আত্মউপলব্ধি, আত্ম-উম্মোচন করে নিজের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলা, নিজের প্রতি সচেতনতা, ইতিবাচক গুণের প্রত্যক্ষ প্রয়োগের মধ্য দিয়ে সামাজিক ও দৈনন্দিন জীবনে সুস্থভাবে জীবন-যাপন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

শনিবার প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের সিনিয়র ডিরেক্টর সৈয়দা সারওয়াত আবেদ।