ভাষা শহীদদের সমাধিতে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের শ্রদ্ধা

রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2020, 09:31 AM
Updated : 21 Feb 2020, 09:31 AM

শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে প্রভাতফেরি করে আজিমপুর কবরস্থানে যান।

সেখানে শহীদ বরকত, জব্বার ও শফিউরের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় সেখানে।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।

দুপুরে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, সকল হলের মসজিদ এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা হয়।
বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে সন্ধ্যা সাড়ে ৬টায় টিএসসি মিলনায়তনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।