আইইউবিএটির ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২৯ ফেব্রুয়ারি

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটিতে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ২৯ ফেব্রুয়ারি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 04:04 PM
Updated : 19 Feb 2020, 04:05 PM

বুধবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতির লক্ষ্যে এই উদ্যোগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইইউবিএটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী কিছু প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে সঙ্গে সঙ্গে চাকরির প্রস্তাব দিবে এবং কিছু প্রতিষ্ঠান পরবর্তী সময়ে প্রধান কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেবে।

মেলায় ক্যাম্পাস রিক্রুটমেন্টের পাশাপাশি ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতি বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করা হয়েছে।

পাশাপাশি শিক্ষাবিদ, ব্যাবসায়ী ও দেশবরেণ্য ব্যক্তিদের নিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও প্রস্তুতিতে সহায়ক বিভিন্ন সেশন অনুষ্ঠিত হবে।

আইইউবিএটির প্লেসমেন্ট অফিসের আয়োজনে এই ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যালে ইভেন্ট পার্টনার হিসাবে থাকছে এক্সিলেন্স বাংলাদেশ।