স্টামফোর্ডে করোনাভাইরাস নিয়ে সেমিনার

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব’ শীর্ষক এক সেমিনার হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2020, 04:58 PM
Updated : 18 Feb 2020, 04:58 PM

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এই সেমিনারের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক সাইফুল্লাহ মুন্সী আলোচনা করেন।

তিনি বলেন, “করোনাভাইরাসের অনেক প্রজাতি রয়েছে। সম্প্রতি আলোচিত প্রজাতিটির নাম ২০১৯ এনসিওভি। এটি মূলত বাদুর থেকে ছড়িয়েছে।”

এ ভাইরাস থেকে রক্ষা পেতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তাগিদ দেন তিনি।

স্টামফোর্ডের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।