ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৯তম সমাবর্তন

আগামীতে বাংলাদেশের কাঙিক্ষত অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক চাহিদা পূরণে তরুণদের উদ্ভাবনী দক্ষতার বিকাশ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা নিয়ে অনুষ্ঠিত হয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালর ১৯তম সমাবর্তন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2020, 05:43 PM
Updated : 17 Feb 2020, 05:43 PM

সোমবার রাজধানীর আফতাবনগরে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়।

এবারের সমাবর্তন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার স্মৃতির উদ্দেশে নিবেদিত। সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী দীপু মনি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন।

এ সমাবর্তনে আন্ডার গ্রাজুয়েট ও গ্রাজুয়েট প্রোগ্রামের ২১১১ জন শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এছাড়া মেধাবী তিনজন শিক্ষার্থীকে দেওয়া হয় স্বর্ণ পদক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ। সমাবর্তন বক্তা ছিলেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম এম শহিদুল হাসান।