জাতীয় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতীয় অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2020, 07:05 PM
Updated : 16 Feb 2020, 07:05 PM

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে প্রতিযোগিতার আয়োজন করে আলোহা বাংলাদেশ।

প্রতিযোগিতায় সারাদেশের ছয়শ’র বেশি স্কুল থেকে তিন হাজার পাঁচশ’ এবং ভারতের আলোহার একশ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুরা কতো দ্রুত ও নির্ভুলভাবে সমাধানে পৌঁছাতে পারে এটা পরীক্ষার উদ্দেশ্যেই ছিল এই প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের পাঁচ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করতে হয়।

জাতীয় সংঙ্গীতের মাধ্যমে প্রতিযোগিতার সূচনার পর অনুষ্ঠানের উদ্বোধন করেন হেড অফ আলোহা অ্যায়ারল্যান্ড পেট্রু বোগদান স্ট্যান।

এদিন বিকেলে দ্বিতীয় পর্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরু হয় আলোহা বাংলাদেশের থিম সং দিয়ে।

থিম সং পরিবেশনা করেন ক্ষুদে গানরাজের শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেট্রু বোগদান স্ট্যান আলোহা ত্রিপুরা হেড রনবীর রায়।

আলোহা বাংলাদেশের চেয়ারম্যান সাইফুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার চৌধুরী এবং আলোহা বাংলাদেশের শামসুদ্দিন টিপু।