স্ট্যামফোর্ডে আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব

'মুক্তির আকাশে মেলি সৃষ্টির ডানা' স্লোগান নিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২০।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Feb 2020, 11:46 AM
Updated : 11 Feb 2020, 11:46 AM

বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে ৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারিতে শেষ হয় এই সাহিত্য উৎসব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্ট্যামফোর্ড সাহিত্য ফোরামের আয়োজনে উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হয় আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতা। প্রতিযোগিতায় দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের ৮০ জন প্রতিযোগী অংশ নেয়।

আবৃত্তিকার ও নাট্য নির্দেশক ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও মীর বরকত এবং কবি ও গবেষক ইমরান মাহফুজ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন।

সমাপনী দিনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আলী নকী, চলচ্চিত্র নির্দেশক নাসিরুদ্দিন ইউসুফ এবং কবি নির্মলেন্দু গুণ উপস্থিত ছিলেন।