ইউল্যাবে 'স্প্রিং ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) 'স্প্রিং ওরিয়েন্টেশন ২০২০’ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2020, 01:22 PM
Updated : 8 Feb 2020, 01:22 PM

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসে ওই অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রবি আজিয়াটার প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ।

তিনি বলেন, “তরুণ প্রতিভাদের উদ্যোক্তা হবার অনেক বড় সুযোগ রয়েছে। নিজের জন্য শুধু চাকরি না খুঁজে হাজার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৃজনশীল চিন্তা ও নতুন নতুন ধারণা বের করতে হবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল ফয়জুল ইসলাম, ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের পরিচালক সহকারী অধ্যাপক দিলারা আফরোজ খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।