সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস নিয়ে সেমিনার

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইইউ) এক সেমিনার হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2020, 04:11 PM
Updated : 7 Feb 2020, 04:11 PM

বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ আয়োজিত এই সেমিনারে করোনাভাইরাস সম্পর্কে সকলকে সচেতন থাকতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের সাবেক ডিন ও এসইইউ ফার্মেসী বিভাগের উপদেষ্টা অধ্যাপক আবম ফারুক।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন এসইইউ’র ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা এএনএম মেশকাত উদ্দীন, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদসহ শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।