স্টামফোর্ডে জহির রায়হানের চলচ্চিত্র নিয়ে সেমিনার

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ’জহির রায়হানের চলচ্চিত্রে রাজনৈতিক চেতনা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2020, 03:07 PM
Updated : 5 Feb 2020, 03:07 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এই সেমিনারের আয়োজন করে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগ।

বিভাগের চেয়ারম্যান মহিউদ্দিন ফারুকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ আলী নকী।

প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহানারা এফ চৌধুরী। আলোচনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. জহির বিশ্বাস।

‘স্টপ জেনোসাইড’ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে সেমিনার শেষ হয়।