মুজিববর্ষে ইউল্যাবের আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-ইউল্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 04:56 PM
Updated : 27 Jan 2020, 04:56 PM

সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক।

ইউল্যাবের উপাচার্যের নেতৃত্বে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হবে ইউল্যাবের কর্মসূচি।

মুজিব বর্ষে ইউল্যাবের অন্য আয়োজনের মধ্যে থাকছে- স্বারকগ্রন্থ প্রকাশ, বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম ভ্রমণ, বিভিন্ন বিভাগের আয়োজনে বঙ্গবন্ধুর উপর লেকচার সিরিজ, পুস্তক প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্লাব-ডে কার্যক্রম, শিক্ষার্থীদের মধ্যে আলোচনা সভা, অনলাইনে ওয়েব পেজ তৈরি, ইউল্যাব লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার, বৃক্ষরোপন কর্মসূচি, বঙ্গবন্ধু ফেয়ার প্লে কাপ প্রভৃতি।

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে যখন বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হলেন, তারপর প্রায় তিন দশক বাংলাদেশের স্বাধীনতার বিকৃত ইতিহাস পরিবেশিত হয়েছে। সেজন্য আমাদের একাধিক প্রজন্ম চলে গেছে যারা আমাদের মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল নয়।

 “আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মকে সেইভাবে তৈরি করতে চাই যাতে তারা অন্তত তাদের জাতির ইতিহাসটা সঠিকভাবে জানতে পারে।”

সংবাদ সম্মেলনে ইউল্যাব মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সমন্বয়ক ও ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক সোহানা মঞ্জুর বক্তব্য দেন।