মতিন চৌধুরী আইইউবি’র চেয়ারম্যান পুনর্নির্বাচিত

মতিন চৌধুরী ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2020, 10:44 AM
Updated : 8 Jan 2020, 10:44 AM

এবার ২০২০-২০২১ মেয়াদের জন্য তিনি চেয়ারম্যান হয়েছেন বলে বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মতিন চৌধুরী একজন মুক্তিযোদ্ধা এবং শিল্পপতি। একইসঙ্গে তিনি বিভিন্ন অলাভজনক সেবামূলক সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছেন। সংগঠনগুলো হচ্ছে-আন্ডারপ্রিভিলেজড চিলড্রেন্স এডুকেশন প্রোগ্রাম (ইউসেপ), এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইএসটিসিডিটি), আঞ্জুমান মফিদুল ইসলাম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিএবি), শহীদ খালেক অ্যান্ড মেজর সালেক বীর উত্তম ট্রাস্ট, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ।

মতিন চৌধুরীসহ বোর্ড অব ট্রাস্টিজের ২০ জন ট্রাস্টি আইইউবির স্কলার এবং শিক্ষার্থীদের জন্য একটি বিশ্বমানের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কাজে নিবেদিত থাকবেন।

 আইইউবি বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালুর মাধ্যমে যে মান এবং খ্যাতি অর্জন করেছে তা আগামীতে আরও শক্তিশালী হবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।