র‌্যাগিং: জগন্নাথের চার শিক্ষার্থী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগিংয়ের’ অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2020, 06:08 PM
Updated : 6 Jan 2020, 06:08 PM

বহিষ্কৃতরা হলেন ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অঙ্কন বাউল, সাব্বির আহম্মদ, আবু সুফিয়ান ও রাব্বী।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এক শিক্ষার্থীর সাথে ‘অসৌজন্যমূলক আচরণ’ করার অভিযোগ ওঠে ওই চারজনের বিরুদ্ধে।

“এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ নয় এবং শৃঙ্খলা পরিপন্থি হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাময়িক বহিষ্কার করেছে।”

ঘটনা তদন্তের জন্য প্রক্টর ড. মোস্তফা কামালকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই চার শিক্ষার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিটির অপর দুই জন সদস্য হলেন সহকারী প্রক্টর মো. জাফর ইকবাল ও শিল্পী রানী সাহা। দশ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।