জগন্নাথে ‘র‌্যাগিংয়ে জড়ালে’ বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী র‌্যাগিংয়ে জড়িত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2020, 03:50 PM
Updated : 2 Jan 2020, 03:50 PM

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ও ক্যাম্পাসে র‌্যাগিংয়ের কোনো অভিযোগ ‘না থাকলেও’ নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা র‌্যাগিংয়ের ‘ভয়ে থাকে’।    

র‌্যাগিংকে ‘অত্যাচার’ হিসেবে বর্ণনা করে এটি যে একটি ‘শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ’, সে কথাও মনে করিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে। 

সবাইকে সতর্ক করে সেখানে বলা হয়, ”কেউ র‌্যাগিংয়ে জড়িত থাকলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।”

নির্দেশনাটি বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের জানিয়ে দিতে চেয়ারম্যানদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।