আইইউবিএটির স্প্রিং সেমিস্টারে ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) স্প্রিং ২০২০ সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2019, 03:26 PM
Updated : 26 Dec 2019, 03:26 PM

বৃহস্পতিবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে নয়টি স্নাতক ও একটি সম্মান বিষয়ে হবে এ ভর্তি পরীক্ষা।

আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ইংরেজি, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং মাস্টার্স পর্যায়ে এমবিএ বিষয়ে পড়ানো হয়।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে কিংবা সরাসরি আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন শিক্ষার্থীরা।

এছাড়া ঢাকার উত্তরায় ১০ নম্বর সেক্টরে আইইউবিএটির স্থায়ী ক্যাম্পাসের ভর্তি অফিসেও সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে।