যুক্তরাজ্যের জন্য ইংরেজির দক্ষতা পরীক্ষার কাজ পেল পিয়ারসন

যুক্তরাজ্যে চাকরি বা বসবাসকারী ব্যক্তিদের ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষা নেওয়ার কাজ পেয়েছে পিয়ারসন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2019, 03:21 PM
Updated : 17 Dec 2019, 03:21 PM

মঙ্গলবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার (এসইএলটি) জন্য যুক্তরাজ্য সরকারের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে তারা।

চুক্তির আওতায় অন্তত তিন বছর ’পিয়ারসন টেস্ট অফ ইংলিশ (পিটিই) একাডেমিক’ এবং ’পিটিই হোম’-এর পরীক্ষা নিতে পারবে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানটি।

পিটিই একাডেমিক পরীক্ষায় কাজ ও পড়াশোনার ভিসার জন্য গৃহীত একটি চারটি দক্ষতার ভাষা পরীক্ষা। এটি কথা বলা, শোনা, পড়া এবং লেখার দক্ষতার পরীক্ষা করে থাকে।

অন্যদিকে ’পিটিই হোম’ পরিবার, বন্দোবস্ত বা নাগরিকত্বের আবেদনগুলোর জন্য প্রয়োজনীয় কথা বলা এবং শোনার দক্ষতা পরীক্ষা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের ১০০ ভাগ, যুক্তরাজ্যের শতকরা ৯৮ ভাগ বিশ্ববিদ্যালয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্ষেত্রে পিয়ারসনের সার্টিফিকেট নিয়ে থাকে।

পিয়ারসনের ওয়েবসাইট থেকে বাংলাদেশে পরীক্ষার জন্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।