আইইউবিএটিতে বিজয় দিবস উদযাপন

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবস উদযাপন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2019, 02:32 PM
Updated : 17 Dec 2019, 02:32 PM

এ উপলক্ষ্যে অন্যান্য প্রতিষ্ঠানের মতো সোমবার সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরবিশেনরে মধ্যে দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।

পরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এছাড়াও নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের ঘটনাবলী তুলে ধরতে ওপেন অডিটোরিয়ামে মুক্তিযুদ্ধের দুর্লভ ছবি ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে অলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক লুৎফর রহমান, আধ্যাপক এম এ হান্নান, আধ্যাপক খন্দকার সাইফ উদ্দিন, আধ্যাপক এ জেট এ সাইফুল্লাহ, আধ্যাপক মোহাম্মদ শাহজাহান, আধ্যাপক মোহাম্মদ উল্লাহ।