আইইউবিএটিতে শিক্ষকদের ওরিয়েনটেশন

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) স্প্রিং সেমিস্টারের শিক্ষকদের ওরিয়েনটেশন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2019, 02:07 PM
Updated : 10 Dec 2019, 02:07 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়ে বলা হয়, ওরিয়েনটেশন প্রোগামে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এতে বলা হয়, ওরিয়েন্টেশনে শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতি ও প্রণালী, শিক্ষক নীতি ও শিক্ষকদের করণীয়, পরীক্ষা নিয়ন্ত্রণ, প্রশাসনিক কর্মপ্রক্রিয়া ও অটোমেশন সিস্টেম এবং আউটকাম বেইসড শিক্ষা পদ্ধতি সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মনিরুল ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অবসরপ্রাপ্ত ব্র্রিগেডিয়ার জেনারেল জাহিদ হোসেন, সহযোগী অধ্যাপক রাজীব লোচন দাশ।