ইউল্যাবে হুইলচেয়ার ক্রিকেট দলের ম্যাচ

জাতীয় হুইলচেয়ার ক্রিকেট দলের খেলোয়াড়দের নিয়ে টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ -ইউল্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 02:57 PM
Updated : 5 Dec 2019, 02:57 PM

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয় এই  প্রীতি ম্যাচ।

লাল ও সবুজ নামে নিজেদের মধ্যে দুই ভাগ হয়ে খেলায় অংশ নেন জাতীয় হুইল চেয়ার ক্রিকেট দলের খেলোয়াড়েরা।

খেলোয়াড় মোহাম্মদ মহসিন লাল দলের এবং নূর নাহিয়ান সবুজ দলের।

টসে জিতে লাল দলকে ব্যাটিংয়ে পাঠান সবুজ দলের অধিনায়ক।

শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪২ রান তোলে লাল দল। জবাবে খেলতে নেমে সবুজ দল ১৮ ওভারে ১৪৩ রান করে ৩ উইকেটে জয় ‍তুলে নেয়।

এই প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে ইউল্যাবের রেজিট্রার অধ্যাপক আখতার আহমেদ ও ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য বক্তব্য দেন। এসময় দুই অধিনায়কের হাতে অফিসিয়াল জার্সি তুলে দেন তারা।

খেলাশেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। আর দুই দলের অধিনায়কের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউল্যাবের রেজিট্রার অধ্যাপক আখতার আহমেদ ও গণমাধ্যকর্মী আদনান ফারুক হিল্লোল।