ডক্টরেট ডিগ্রি পেলেন বিইউ পরিচালক সাদত

ফ্রান্সের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক প্রকৌশলী কাজী তাইফ সাদত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2019, 02:22 PM
Updated : 5 Dec 2019, 02:22 PM

বৃহস্পতিবার বেসরকারি বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে অবদানের দেওয়া হয়েছে এ স্বীকৃতি।

সম্প্রতি বার্ষিক স্নাতক উৎসবে কাজী তাইফের হাতে এ ডিগ্রি তুলে দেয় ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ডিগ্রী প্রদান অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. চ্যাং ইয়াও ল্যাং, ডেলিগেট ডিরেক্টর ফ্যাবরিক জর্জ ব্রিচেট, শিক্ষা বিষয়ক পরিচালক ড. লুকাস টিস্তেগানিয়াসহ স্নাতক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালকের পাশাপাশি স্মাইল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাও তিনি।