স্টামফোর্ডে মাদকবিরোধী ফোরামের দুই বছর উদযাপন

বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাদকবিরোধী ফোরামের দুই বছর পূর্তি উদযাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবদেকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2019, 03:44 PM
Updated : 4 Dec 2019, 03:44 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টামফোর্ড অ্যান্টি ড্রাগ ফোরামের (এসএডিএফ) দুই বছর উদযাপনের পাশাপাশি ’হোয়াইট হার্ট অ্যাওয়ার্ড’ প্রদানের কথা জানানো হয়।

মঙ্গলবার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সিদ্বেশ্বরী ক্যাম্পাস অডিটোরিয়ামে ছিল এসডিএফের ওই আয়োজন।

স্টামফোর্ডের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেইলি অবজারবার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ রেজাউল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।

বিভিন্ন খাতে অবদানের এবার চারজনকে হোয়াইট হার্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তারা হলেন- আইনশৃঙ্খলায় পুলিশের ওয়ারী জোনের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম, মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ, শিক্ষায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং অপরাধ বিষয়ক সাংবাদকিতার জন্য কালের কন্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম আজাদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মাদকবিরোধী সেশনে বক্তব্য দেন ওয়েডিং ডায়েরির প্রতিষ্ঠাতা প্রীত রেজা। উপস্থিত ছিলেন অভিনেত্রী দিঘী।

কুড়েঘর ব্র্যান্ডের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।