টিআই রম্য বক্তৃতায় সেরা আইইউবি শিক্ষার্থী

টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল (টিআই) আয়োজিত রম্য বক্তৃতা প্রতিযোগিতায় সেরা হয়েছেন বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2019, 01:53 PM
Updated : 27 Nov 2019, 01:53 PM

সম্প্রতি কক্সবাজারে অনুষ্ঠিত ’হিউমারাস স্পিচ কনটেস্টে’ চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব লাইফ সায়েন্সেসের (এসএলএস) শিক্ষার্থী বুশরা বিনতে সিকান্দার।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ‘এবুলিয়েন্স ২০১৯’ পর্বের বিজয়ী হিসেবে আগামী মে মাসে দিল্লিতে অনুষ্ঠেয় টিআই ডিস্ট্রিক্ট ৪১ সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন বুশরা।

এতে বলা হয়, নেতৃত্ব সৃষ্টি ও ভালো বক্তা হিসেবে গড়ে তোলা এবং তার স্বীকৃতি ও উৎসাহ প্রদানে প্রতিবছর টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল এই ‘হিউমরস স্পিচ’ প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক আন্তর্জাতিক শিক্ষামূলক সংগঠন, যা সারাবিশ্বের অসংখ্য ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের উন্নয়ন সাধনে কাজ করে থাকে।

বর্তমানে বিশ্বের ১৪৩টি দেশে ১৬ হাজার ৮০০ ক্লাব এবং ৩ লাখ ৫৮ হাজারের বেশি সদস্য রয়েছে এই সংগঠনের।