নর্দান ইউনিভার্সিটি-ইউনিসেফ চুক্তি

শিক্ষাসহ সার্বিক গুণগতমান নিশ্চিতে নর্দান ইউনিভার্সিটির সঙ্গে একটি চুক্তি করেছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল-ইউনিসেফ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2019, 01:37 PM
Updated : 25 Nov 2019, 01:41 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের করপোরেট অফিসে এ চুক্তি সই হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি টোমো হোযুমি এবং নর্দান বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার কাজী সাহাদাত কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির আওতায় নর্দান বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের মধ্যে অভ্যন্তরীণ সুসম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি শিশু সুরক্ষা ও শিশু আইন বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখবে দুই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভার্সিটি টাস্ট্রের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, উপ-উপাচার্য হুমায়ুন কবির, ট্রেজারার মোহাম্মদ ইকরামুল ইসলাম, আইন অনুষদের ডিন আবু জায়েদ মোহাম্মদ, ইউনিসেফের শিশু সুরক্ষা প্রধান নাটালি ম্যাককলে এবং শিশু সুরক্ষা বিশেষজ্ঞ শাবনাজ জাহেরীন।