স্টামফোর্ড ইউনিভার্সিটি ও সিআইটিআই চুক্তি

গতকাল ১৮ নভেম্বর, ২০১৯ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের (সিআইটিআই) মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 05:26 PM
Updated : 20 Nov 2019, 05:26 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নাকী এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মনির হোসেইন চুক্তিতে সই করেন বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মোহাম্মদ আলী নাকী এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি তাঁর বক্তৃতায় শিক্ষার্থীদের উন্নতির জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আইটির জড়িত থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

স্টামফোর্ডের ইইই বিভাগের চেয়ারম্যান তানবীর ইবনে আনোয়ার ফলাফল ভিত্তিক শিক্ষার চ্যালেঞ্জ এবং আইটি বিপ্লবের প্রয়োজনে পাঠ্যক্রমের পুন:নির্মাণের পদক্ষেপের কথা বলেন।

এসময় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট-এর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।