সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) এশিয়া ঢাকা রিজিওনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2019, 04:24 PM
Updated : 17 Nov 2019, 04:24 PM

সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে ১৯০টি দল অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের কনভেনশন হলে এই প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিশেষ অতিথি ছিলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ব্যবস্থাপনা পরিচালক পার্থ প্রতীম দেব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এনএম জিয়াউল আলম।

প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ এবং জাজিং ডাইরেক্টর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসনাইন হেকেল।

এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ, দ্বিতীয় রানারআপ তিনটি দলই বুয়েটের। দলগুলোর নাম হেলবেন্ট, গিফটেড হিপোক্রাইটস ও ডুফেনসমির্টজ ইনক।