আইইউবিতে ‘গ্রেটা গ্রিন গ্লোবাল ডে’ সম্মেলন

ইন্ডিপেনডেন্ট  ইউনিভার্সিটি বাংলাদেশে ‘গ্রেটা গ্রিন গ্লোবাল ডে’ শীর্ষক দিনব্যাপী এক সম্মেলন হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2019, 12:05 PM
Updated : 28 Oct 2019, 12:05 PM

রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সম্প্রতি এর আয়োজন করে স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সেস এর গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গর্ভনেন্স (জিএসজি) প্রোগ্রাম।

পরিবেশ এবং উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় এই আয়োজনের মূল আলোচ্য বিষয় ছিল বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ উপলক্ষ্যে দিনব্যাপী আয়োজনে ছিল উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা,বঙ্গোপসাগর নিয়ে গোলটেবিল বৈঠক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত শার্লটা শ্লিয়েটার, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন,সাবেক রাষ্ট্রদূত ও অ্যাসিস্ট্যান্ট চিফ অব নেভাল স্টাফ এ এস এ আওয়াল।

এছাড়াও আইইউবির বিভিন্ন স্কুলের ডিন,ফ্যাকাল্টি ও প্রশাসনের সিনিয়র কর্মকর্তা,শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত উচ্চ পর্যায়ের ব্যক্তিরা এই সম্মেলনে অংশ নেন।

উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশের পরিবেশের ক্ষয়ক্ষতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারকে বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং এর সমাধান খুঁজে বের করার অনুরোধ  জানান।