বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2019, 05:38 AM
Updated : 27 Oct 2019, 05:38 AM

শনিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি ইসিই ভবনের নিচতলায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় প্রকৌশল বিভাগগুলোর জন্য এক হাজার ৫ জন এবং স্থাপত্য বিভাগে ৫৫ জনকে প্রাথমিকভাবে মনোনীত করা হয়েছে।

এর বাইরে প্রকৌশলের বিভাগগুলোতে ৪৯৫জনকে এবং স্থাপত্য বিভাগে ৯৫জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।

ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক প্রাণ কানাই সাহা জানান, মনোনীত শিক্ষার্থীদেরকে ৬ নভেম্বর থেকে ১৩ নভেম্বর বুয়েট ওয়েবসাইটে গিয়ে বিভাগ বাছাই করতে হবে। এরপর ক্রমান্বয়ে ভর্তির অন্যান্য কার্যক্রম চলবে।

তড়িৎ কৌশল বিভাগের ছাত্র আবরার ফাহাদকে হত্যার পর আন্দোলনের মধ্যে গত ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা হয়।

১ হাজার ৬০ আসনের বিপরীতে এবার ১২ হাজার ১৬১ শিক্ষার্থী ওই ভর্তি পরীক্ষায় অংশ নেন।