ইউল্যাবের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 11:37 AM
Updated : 16 Oct 2019, 11:37 AM

বুধবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমণ্ডির ইউল্যাব ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি অ্যালামনাই অ্যাসোসিয়েশনও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

কেককাটা ও আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সভাপতি শেখ কবির হোসেন।

অনুষ্ঠান অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কাজী শাহেদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ, সাবেক উপাচার্য জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক বক্তব্য দেন।

প্রাথমিক অনুষ্ঠানের পর বিশেষ আয়োজন নিয়ে হাজির হয় ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশন। নাচ, গান, কবিতা আবৃত্তি আর কনসার্ট ছিল তাদের আয়োজনে।

ইউল্যাব অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আহমেদ রাকিবের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অ্যালামনাইদের অনুষ্ঠান শুরু হয়।

ইউল্যাব বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়। সেখানে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান বক্তব্য দেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের কাছে শুভেচ্ছা স্বারক হিসেবে স্যুভেনিয়ার ক্রেস্ট তুলে দেন।

ইউল্যাব এ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খাইরুল আনামের সমাপনী বক্তব্যে আয়োজন শেষ হয়।