ক্ষমা চাইছি: বুয়েট ভিসি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2019 08:20 PM BdST Updated: 11 Oct 2019 11:52 PM BdST
-
আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে পাঁচ দিন ধরে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবার বিকালে বুয়েট অডিটোরিয়ামে এক বৈঠকে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। ছবি: আব্দুল্লাহ আল মমীন
-
বুয়েট অডিটরিয়ামে শুক্রবার উপাচার্যের সঙ্গে বৈঠকে আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবি ছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের। ছবি: আব্দুল্লাহ আল মমীন
আবরার ফাহাদ খুন হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ঘাটতি ছিল স্বীকার করে শিক্ষার্থীদের সামনে ক্ষমা চাইলেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।
শুক্রবার বিকালে বুয়েট অডিটোরিয়ামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তাদের সব দাবিও পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কানায় কানায় পূর্ণ বুয়েট অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয় আবরারের জন্য এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।
হলভর্তি শিক্ষার্থীদের সামনে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “আমার ঘাটতি ছিল। পিতৃতুল্য হিসেবে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি।”
বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত রোববার রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
তাৎক্ষণিকভাবে হলে না যাওয়ায়, আবরারের জানাজায় অংশ না নেওয়ায় এবং হত্যাকারীদের বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় সমালোচনায় পড়েন উপাচার্য।

বৈঠকে তিনি বলেন, যে দশ দফা দাবি শিক্ষার্থীরা জানিয়েছে, তার প্রেক্ষিতে আবরার হত্যা মামলার এজাহারভুক্ত ১৯ জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বুয়েটে সব ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে।
উপাচার্য প্রতিশ্রুতি দেন, আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, মামলার খরচও বুয়েট কর্তৃপক্ষ বহন করবে। বিচারকাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দেওয়া হবে। বুয়েটে র্যাগিং বন্ধ হবে। শিক্ষার্থীদের সবগুলো দাবিই মেনে নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইদুর রহমানের পরিচালনায় এ বৈঠকে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ এবং কয়েকজন ডিন সভামঞ্চে উপস্থিত ছিলেন।
-
ঢাবির 'খ' ইউনিটের ফল প্রকাশ, ভর্তির যোগ্য ৯.৮৭%
-
উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লেখা জগন্নাথ শিক্ষার্থী শাস্তির মুখে
-
টিএসসিতে ‘বন্যার্তদের জন্য কনসার্ট’ সোম ও মঙ্গলবার
-
রাবিতে শিক্ষার্থীকে কক্ষছাড়া করার চেষ্টার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
-
হিমাগারের নকশা করে স্বর্ণপদক জিতলেন আইইউবির দুই শিক্ষার্থী
-
উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
-
পদ্মা সেতু উদ্বোধনের দিনে বুয়েটে ক্লাস বন্ধ
-
শাবির বন্যায় স্থগিত পরীক্ষা ঈদের পর
-
ঢাবির 'খ' ইউনিটের ফল প্রকাশ, ভর্তির যোগ্য ৯.৮৭%
-
উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লেখা জগন্নাথ শিক্ষার্থী শাস্তির মুখে
-
টিএসসিতে ‘বন্যার্তদের জন্য কনসার্ট’ সোম ও মঙ্গলবার
-
হিমাগারের নকশা করে স্বর্ণপদক জিতলেন আইইউবির দুই শিক্ষার্থী
-
উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
-
পদ্মা সেতু উদ্বোধনের দিনে বুয়েটে ক্লাস বন্ধ
সর্বাধিক পঠিত
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- হজে গিয়ে গ্রেপ্তার: ‘বোমায় হাত হারিয়ে ডাকাতি ছেড়ে আন্তর্জাতিক ভিক্ষুক’
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- যুক্তরাষ্ট্রে মেক্সিকো সীমান্তে ট্রাকের ভেতরে ৪৬ লাশ
- বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই থেকে
- পদ্মা সেতু পেরিয়ে উল্টাল ট্রাক, আহত ৪
- পদ্মা সেতুর নাট শুধু হাত দিয়ে খোলার কথা নয়: সিআইডি
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ