ক্ষমা চাইছি: বুয়েট ভিসি
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2019 08:20 PM BdST Updated: 11 Oct 2019 11:52 PM BdST
-
আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে পাঁচ দিন ধরে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে শুক্রবার বিকালে বুয়েট অডিটোরিয়ামে এক বৈঠকে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম। ছবি: আব্দুল্লাহ আল মমীন
-
বুয়েট অডিটরিয়ামে শুক্রবার উপাচার্যের সঙ্গে বৈঠকে আবরার ফাহাদ হত্যার বিচারসহ ১০ দফা দাবি ছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের। ছবি: আব্দুল্লাহ আল মমীন
আবরার ফাহাদ খুন হওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ঘাটতি ছিল স্বীকার করে শিক্ষার্থীদের সামনে ক্ষমা চাইলেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।
শুক্রবার বিকালে বুয়েট অডিটোরিয়ামে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তাদের সব দাবিও পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় কানায় কানায় পূর্ণ বুয়েট অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয় আবরারের জন্য এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে।
হলভর্তি শিক্ষার্থীদের সামনে উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, “আমার ঘাটতি ছিল। পিতৃতুল্য হিসেবে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি।”
বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত রোববার রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
তাৎক্ষণিকভাবে হলে না যাওয়ায়, আবরারের জানাজায় অংশ না নেওয়ায় এবং হত্যাকারীদের বিষয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় সমালোচনায় পড়েন উপাচার্য।

বৈঠকে তিনি বলেন, যে দশ দফা দাবি শিক্ষার্থীরা জানিয়েছে, তার প্রেক্ষিতে আবরার হত্যা মামলার এজাহারভুক্ত ১৯ জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বুয়েটে সব ধরনের সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে।
উপাচার্য প্রতিশ্রুতি দেন, আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, মামলার খরচও বুয়েট কর্তৃপক্ষ বহন করবে। বিচারকাজ দ্রুত শেষ করতে সরকারকে চিঠি দেওয়া হবে। বুয়েটে র্যাগিং বন্ধ হবে। শিক্ষার্থীদের সবগুলো দাবিই মেনে নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সাইদুর রহমানের পরিচালনায় এ বৈঠকে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ কে এম মাসুদ এবং কয়েকজন ডিন সভামঞ্চে উপস্থিত ছিলেন।
-
ইডিইউতে ৩৩ শিক্ষক-কর্মকর্তাকে সম্মাননা
-
ঢাবির হল খোলার সিদ্ধান্ত বাতিল, পরীক্ষাও স্থগিত
-
আইইউবি’র নতুন উপাচার্য অধ্যাপক তানভীর হাসান
-
দ্রুত হল খোলার দাবিতে ঢাবির শহীদুল্লাহ হলে শিক্ষার্থীরা
-
ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ৮ মার্চ থেকে
-
আইইউবিএটিতে একুশ পালন
-
স্টামফোর্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
-
অনলাইনে আইইউবি’র স্প্রিং ২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- ‘বনবন্ধু’ সেজে মুজিববর্ষে বৃক্ষরোপণের নামে প্রতারণা
- বিস্ফোরণে সড়ক ফেঁড়ে উঠে এল ঢাকনি
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির
- ‘সি’ ক্যাটাগরি দেওয়ায় পিসিবির চুক্তি ফিরিয়ে দিলেন হাফিজ
- কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বসে বসে মধু খেয়েছেন: হাই কোর্ট
- ‘রুটের ভুল ছিল অনাকাঙ্ক্ষিত’
- ১০ জনের আতালান্তার বিপক্ষে রিয়ালের কষ্টের জয়