স্টামফোর্ডে চালু হচ্ছে ডিজিটাল ফটোগ্রাফি কোর্স

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের ’ডিজিটাল ফটোগ্রাফি’ কোর্স চালু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2019, 02:49 PM
Updated : 22 Sept 2019, 02:49 PM

রোববার বেসরকারি বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে দু’মাস ব্যাপী সার্টিফিকেট কোর্স আয়োজনের কথা জানানো হয়।

মোট ষোলটি ক্লাস দিয়ে সাজানো কোর্সের পাঠদানের সময় নির্ধারণ করা হয়েছে শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা এবং বৃহস্পতিবারে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোর্সটিতে ভর্তি কার্যক্রম চলবে। আর ক্লাস শুরু হবে অক্টোবরের প্রথম সপ্তাহে।

সবার জন্য উন্মুক্ত কোর্সে ফি নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৫০০ টাকা। তবে স্টামফোর্ডের শিক্ষার্থীরা কোর্সটি করতে পারবেন তিন হাজার টাকা ছাড়ে।