জ্বালানি নিয়ে বিশেষজ্ঞদের বিতর্ক

দেশ-বিদেশের বিশেষজ্ঞদের নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জ্বালানি বিষয়ক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2019, 03:43 PM
Updated : 17 Sept 2019, 03:43 PM

সোমবার বিকেলে মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে অনুষ্ঠিত হয় ‘প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে বিকল্প অনবায়নযোগ্য জ্বালানি নির্ভরতা, বাংলাদেশ কি ঠিক পথে রয়েছে’ শীর্ষক বিতর্ক।

বিতর্কের পক্ষে তাদের যুক্তি উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তামিম, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মুনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম এবং পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।

অন্যদিকে জার্মানির বার্লিন ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক ক্রিস্টিয়াট ভন হিরাশ্চোজেন, যুক্তরাজ্যের লাফবার্গ ইউনিভার্সিটির জ্বালানি গবেষক ড. জন ক্লক, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট নুরুল আকতার ও ইউনাইটেড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শাহরিয়ার চৌধুরী বিতর্কের বিপক্ষে তাদের যুক্তি উপস্থাপন করেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিষয়ের পক্ষের বক্তারা বাংলাদেশের জ্বালানির ’ভঙ্গুর ইতিহাস তুলে ধরেন।

এছাড়া ভূ-তাত্ত্বিক অবস্থান, জমির অপর্যাপ্ততা ও সম্পদের সীমাদ্ধতার কারণে বাংলাদেশের এখনই অনবায়নযোগ্য জ্বালানি ব্যবহার উচিত নয় বলে মত দেন তারা। একইসঙ্গে সোলার এনার্জির অধিক মূল্যের বিষয়টিও দর্শকদের মনে করিয়ে দেন তারা।

বিপক্ষের বক্তরা বলেন, পরিবেশের বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের উচিত নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো। জ্বালানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভবিষ্যতের দিকটা ভাবারও পরামর্শ দেন তারা।

বিতর্কের বিষয় নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে গিয়ে অধিকাংশ আমন্ত্রিত অতিথিই নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে মতামত প্রদান করেন বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপ ভিনসেন্ট চ্যাং অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন। বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক সেবাস্টিয়ান গ্রোহ।