ইউল্যাবে উচ্চ শিক্ষার মান নিয়ে সম্মেলন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসে (ইউল্যাব) উচ্চশিক্ষা সম্পর্কিত প্রথম সিইটিএল সম্মেলন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2019, 12:33 PM
Updated : 22 August 2019, 12:33 PM

বৃহস্পতিবার ইউল্যাবের অডিটোরিয়ামে এই সম্মেলন শুরু হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক শুভেচ্ছা বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং।

কাজী শহীদুল্লাহ বলেন, “উচ্চশিক্ষায় সবচেয়ে প্রধান সমস্যা হলো মান। এই সমস্যা পাবলিক এবং প্রাইভেট দু’জায়গাতেই আছে। উচ্চশিক্ষায় আমাদের পরিমাণগত কোনও সমস্যা নেই। যদি আমাদের সেই সমস্যা থাকতো, তাহলে আমাদের এতগুলো বিশ্ববিদ্যালয় থাকতো না।”

ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ওমর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন এন্ড রিসার্চের ডিরেক্টর সৈয়দা তাহমিনা আখতার, ইউল্যাব স্কুল অব বিজনেসের ডীন অধ্যাপক ইমরান রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সাবেক উপাচার্য অধ্যাপক রেজওয়ান খান বক্তব্য রাখেন।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী ইনাম আহমেদ, ইউল্যবের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই সম্মেলনে দেশি-বিদেশি ৫০ জন শিক্ষক ও গবেষক অংশ নিয়েছেন। তারা তাদের গবেষণা নিবন্ধ সম্মেলনে উপস্থাপন করবেন।