ডেঙ্গু: দুস্থদের মশারি দিল আইইউবি

ডেঙ্গু সচেতনতায় রাজধানীর কল্যাণপুরে দুস্থদের মধ্যে মশারি বিতরণ করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ -আইইউবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2019, 04:04 PM
Updated : 5 August 2019, 04:04 PM

আইইউবির সংবাদ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেঙ্গু পরিস্থিতিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে আইইউবি। এই কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর কল্যাণপুরে রোববার দুস্থদের মধ্যে ১ হাজার ২৫০ পিস বড় সাইজের মশারি বিতরণ করা হয়। 

আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আইইউবির রেজিস্ট্রার আনোয়ারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য অনুষদের নাফিসা হকসহ শিক্ষার্থী এবং স্থানীয়রা এসময় উপস্থিত ছিলেন।

সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ফগিং মেশিন দিয়ে মশার ওষুধ ছিটিয়ে আরেকটি কর্মসূচি পালন করে আইইউবি।

বসুন্ধরা এলাকায় বসবাসরত নাগরিকদের সচেতন করতে একটি র‌্যালিও বের করে বিশ্ববিদ্যালয়টি। র‌্যালিটির নেতৃত্ব দেন আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন।