সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সেমিনার

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের (এসইইউ) ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গুণগত শিক্ষা নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2019, 02:53 PM
Updated : 31 July 2019, 02:53 PM

বুধবার বিশ্ববিদ্যালয়টির বনানী ক্যাম্পাসে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজী টিভি ও সারাবাংলা ডটনেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

উপাচার্য অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ ও সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি সদস্য এম কামালউদ্দীন চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষা বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের ১৪ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়।

দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, এটিএন বাংলার বার্তা প্রধান জ ই মামুন এবং নিউজ ২৪ এর বার্তা প্রধান রাহুল রাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।