ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে কাজ করবে বান কি মুন সেন্টার

শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে কাজ করতে চায় ‘বান কি মুন সেন্টার ফর গ্লোবাল সিটিজেন’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2019, 04:15 PM
Updated : 15 July 2019, 04:15 PM

সম্প্রতি বাংলাদেশ সফরকালে ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাংয়ের সঙ্গে আলাপচারিতায় এই আশাবাদ ব্যক্ত করেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

ব্র্যাক ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন (জিসিএ) শীর্ষক সম্মেলনে যোগ দিতে গত ৯ জুলাই তিনদিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। পরের দিন সকালে ঢাকার একটি হোটেল ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য ভিনসেন্ট চ্যাংকে আমন্ত্রণ জানান তিনি।

সেখানেই বিশ্ববিদ্যালয়টির সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন জাতিসংঘের সাবেক মহাসচিব।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটিতে যোগদান করেন ভিনসেন্ট চ্যাং। এর আগে তিনি চীনের শেনঝেন এ অবস্থিত দ্য চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকংয়ে প্র্যাকটিসেজ অফ ম্যানেজমেন্ট ইকোনোমিক্স বিভাগে অধ্যাপক এবং ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ছিলেন।