আইইউবিতে জব ফেয়ার

শিক্ষার্থীদের পছন্দের পেশা নির্বাচন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হল জব ফেয়ার ২০১৯।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 01:45 PM
Updated : 17 June 2019, 01:45 PM

সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট (সিজিপি) বিভাগ আয়োজিত এই মেলার উদ্বোধন করেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান রাশেদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জাবেদ হোসেন, আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন, সিজিপির উপ-পরিচালক আবদুল্লাহ ইকবাল, কেআইটিসির কান্ট্রি ডিরেক্টও ও সিইও জারাহ মাহবুব এবং বসুন্ধরা গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রধান শেখ এহসান রেজা।

আইইউবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য প্রদানের পাশাপাশি পছন্দের পেশা নির্বাচনে সহায়তা করা এবং চাকুরীর সাক্ষাৎকারে নিজেকে যথাযথ উপস্থাপনের কলা-কৌশল শেখানো হয়েছে এ মেলায়।

এবারের জব ফেয়ারে ৪৬টি প্রতিষ্ঠান স্টলের মাধ্যমে আইইউবি গ্রাজুয়েটদের জীবন-বৃত্তান্ত সংগ্রহ ও চাকরির অফার দেয়।

প্রধান অতিথি রাশেদ চৌধুরী বলেন, “প্রতি বছর স্বপ্রনোদিত হয়ে নতুন নতুন প্রতিষ্ঠান আইইউবির এই জব ফেয়ারে অংশ নিচ্ছে। এর ফলে জব ফেয়ারের মান ও পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে।”